Last Updated: Sunday, June 10, 2012, 21:21
ইউরো কাপের প্রথম ম্যাচে রোনাল্ডোর পর্তুগালকে হারালেও, নেদারল্যান্ডসকে নিয়ে বেশ চিন্তিত জার্মানির কোচ জোয়াকিম লো। বুধবার ডু অর ডাই ম্যাচে জার্মানির মুখোমুখি হবে নেদারল্যান্ডস। নক আউট রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে রবেনদের হারাতেই হবে জার্মানিকে। তাই জোয়াকিম লো বলছেন, আহত ডাচরা সবসময়ই ভয়ঙ্কর।